খেলা

‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সংহতি বাংলাদেশ-উইন্ডিজের

প্রথম ওয়ানডের আগে হাঁটু গেঁড়ে দুদলের খেলোয়াড়রা সংহতি প্রকাশ করেন।
ছবি: ফিরোজ আহমেদ

বর্ণবাদ বিরোধী ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’  আন্দোলনে সমর্থন জানাল বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল। প্রথম ওয়ানডের আগে হাঁটু গেঁড়ে দুদলের খেলোয়াড়রা সংহতি প্রকাশ করেন।

গত বছর যুক্তরাষ্ট্রে গায়ের রঙের কারণে বিদ্বেষের শিকার হয়ে পুলিশ কর্মকর্তার নির্যাতনে প্রাণ হারান জর্জ ফ্লয়েড নামের এক ব্যক্তি। এরপর থেকেই দুনিয়া জুড়ে শুরু হয় এই আন্দোলন। তাতে বিভিন্ন অঙ্গনের ক্রীড়াবিদরা অংশ নেন।

ওই ঘটনার পর ওয়েস্ট ইন্ডিজ দল যেখানেই খেলতে গেছে খেলার আগে জানিয়েছে এই সংহতি। বুধবার বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও থাকল এই ধারাবাহিকতা।  দুই দলের সব খেলোয়াড়, কর্মকর্তা ও ম্যাচ সংশ্লিষ্টরা সবাই হাঁটু গেঁড়ে মুষ্টিবদ্ধ হাত উপরে তোলে জানান বিদ্বেষমুক্ত পৃথিবীর চাহিদা,।

আইসিসিও বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান রাখে। সকল ধরণের বিদ্বেষের ঊর্ধ্বে উঠে খেলাধুলার মাধ্যমে উদার সংস্কৃতির কথা বলা হয় প্রায়ই।

করোনাভাইরাসের কারণে ১০ মাসের বেশি সময় পর এদিনই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। মাশরাফি বিন মর্তুজার অধ্যায় শেষ করে ওয়ানডে দল যাত্রা শুরু করেছে তামিম ইকবালের নেতৃত্বে।

স্থায়ী অধিনায়কত্বের প্রথম টস জেতেন তামিমই। আগে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজকে।

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

8h ago