বৃষ্টি বাধা এড়িয়ে ফের মাঠে গড়াল খেলা

বৃষ্টি ও ভেজা মাঠের বাধা এড়িয়ে ফের ব্যাট-বলের লড়াই শুরু হওয়ার মাঝে কেটে গেল প্রায় এক ঘণ্টা।
rain bangladesh west indies
ছবি: ফিরোজ আহমেদ

মোস্তাফিজুর রহমানের নৈপুণ্যে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচের শুরুতেই উল্লাসের উপলক্ষ পেল বাংলাদেশ। তিনি সাজঘরে পাঠালেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল আমব্রিসকে। কিন্তু স্বাগতিকদের ছন্দে বাগড়া দিলো বৃষ্টি। ইনিংসের চতুর্থ ওভারের সময় বন্ধ হয়ে যায় খেলা। বৃষ্টি ও ভেজা মাঠের বাধা এড়িয়ে ফের ব্যাট-বলের লড়াই শুরু হওয়ার মাঝে কেটে গেল প্রায় এক ঘণ্টা।

বুধবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ক্যারিবিয়ানদের সংগ্রহ ছিল ৩.৩ ওভারে ১ উইকেটে ১৫ রান। স্থায়ী অধিনায়কত্বের অধ্যায়ের শুরুতে টস জিতে সফরকারীদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তামিম ইকবাল।

দ্বিতীয় ওভারেই বাংলাদেশকে সাফল্য এনে দেন মোস্তাফিজ। এই বাঁহাতি পেসারের ফুল-লেংথের ডেলিভারি একটু ভেতরের দিকে ঢুকেছিল। তাতে পরাস্ত হন ওপেনার আমব্রিস। আম্পায়ার আউটের সিদ্ধান্ত দেওয়ার পর রিভিউ নেন তিনি। কিন্তু তাতে পাল্টায়নি সিদ্ধান্ত। প্রথম ওভারের শেষ বলে রুবেল হোসেনকে ছক্কা হাঁকানো আমব্রিস করেন ৫ বলে ৭ রান। দলীয় ৯ রানে প্রথম উইকেট হারায় ক্যারিবিয়ানরা। এর কিছুক্ষণ পরই নামে বৃষ্টি। তবে আবার খেলা শুরুর আগে লম্বা বিরতি সত্ত্বেও কোনো ওভার কাটা পড়েনি।

বাংলাদেশের ১৩৪তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হচ্ছে তরুণ পেসার হাসান মাহমুদের। অন্যদিকে, যে একাদশ উইন্ডিজ বেছে নিয়েছে, তাদের কেবল পাঁচ জনের আগে ওয়ানডে খেলার অভিজ্ঞতা আছে। অভিষেক ম্যাচে নামা বাকি ছয় ক্রিকেটার হলেন জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমা বোনার, আকিল হোসেন, কাইল মায়ার্স ও শেমার হোল্ডার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রুবেল হোসেন।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জেসন মোহাম্মদ, সুনিল আমব্রিস, জশুয়া ডি সিলভা, আন্দ্রে ম্যাকার্থি, এনক্রুমা বোনার, রভম্যান পাওয়েল, আকিল হোসেন, কাইল মায়ার্স, শেমার হোল্ডার, আলজারি জোসেফ, রেমন রেইফার।

Comments

The Daily Star  | English
Garment factory owners revise minimum wage upwards to Tk 12,500

Workers’ minimum wage to be reviewed

In an effort to bring normalcy back to the industries, the government will review the workers’ wage through the minimum wage board, the interim government has decided.

4h ago