সড়কে ঝরে গেল চিত্রগ্রাহক রাহাতের প্রাণ
সড়ক দুর্ঘটনার প্রাণ হারালেন তরুণ চিত্রগ্রাহক অনিমেষ রাহাত। আজ বুধবার সকালে গ্রামের বাড়ি সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলে ঢাকা ফেরার পথে সড়ক দুর্ঘটনার নিহত হন তিনি।
তার সহকর্মী চিত্রগ্রাহক ইসমাইল হোসেন লিটন দ্য ডেইলি স্টার অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ ভোর ৬টার দিকে কালিয়াকৈর চান্দুরার কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় রাহাত নিহত হয়েছেন।
রাহাতের মৃত্যুতে পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী, চিত্রগ্রাহক রাশেদ জামান, পরিচালক সৈকত নাসির, নঈম ইমতিয়াজ নেয়ামুল, শিহাব শাহিন, ইফতেখার শুভসহ অনেকেই সামাজিক মাধ্যমে শোক জানিয়েছেন।
অনিমেষ রাহাত কলকাতায় এসকে মুভিজে ক্যামেরা সহকারী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সেখান থেকে দেশে ফিরে প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ শুরু করেন। এরপর স্টেডিক্যাম নিয়ে কাজ করেন এই চিত্রগ্রাহক।
নিহত রাহাত শনিবার বিকেল, নবাব এল এল বি, গাঙচিল, মুক্তি, মুখোশ ইত্যাদি সিনেমায় কাজ করেছেন।
Comments