বিদ্রোহী প্রার্থী হিসাবে কাউন্সিলর নির্বাচিত, আ. লীগ থেকে বহিষ্কার ২
ফেনীর দাগনভূঞা পৌরসভা নির্বাচনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় প্রার্থীর বিরুদ্ধে কাউন্সিলর পদে নির্বাচন করায় দুইজনকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
তারা হলেন- দাগনভূঞা পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
গত ১৬ জানুয়ারি অনুষ্ঠিত দাগনভূঞা পৌরসভার নির্বাচনে ১নং ওয়ার্ড (আলাইয়ারপুর) থেকে দলীয় মনোনীত প্রার্থী ও ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদক জাকির হোসেনকে হারান ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি জাকির হোসেন। অন্যদিকে ৮নং ওয়ার্ড (উদরাজপুর) থেকে দলীয় মনোনীত প্রার্থী সালাহ উদ্দিন রুবেলকে পরাজিত করে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক কাউন্সিলর নির্বাচিত হন।
দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে ও দাগনভূঁঞা উপজেলা আওয়ামী লীগের সিদ্ধান্তে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের দুই জনকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
জাকির হোসেন ও জিয়াউল হক দাগনভূঞা পৌরসভা নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। তারা দুই জনই দাগনভূঞা পৌরসভার বর্তমান কাউন্সিলর।
Comments