ফেরিতে উঠতে গিয়ে পদ্মায় পড়ে গেল যাত্রীবাহী মাইক্রোবাস
ফেরিতে উঠতে গিয়ে যাত্রীবাহী একটি মাইক্রোবাস পাটুরিয়ার পাঁচ নম্বর ফেরিঘাটের কাছে পদ্মা নদীতে পড়ে গেছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘাট কর্তৃপক্ষ নিজস্ব ক্রেন দিয়ে মাইক্রোবাসটি উদ্ধার করে। এতে থাকা আরোহী ও চালকেও অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
মাইক্রোবাসটিতে থাকা দুই আরোহী হলেন— ব্যারিস্টার মনিরুল ইসলাম ও তার স্ত্রী, পেশায় যিনি নিজেও ব্যারিস্টার। আর চালকের নাম আব্দুস সাত্তার।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের এজিএম (মেরিন) আব্দুস সাত্তার বলেন, ‘আজ বৃহস্পতিবার সকালে ব্যারিস্টার মনিরুল ইসলাম স্ত্রীসহ একটি মামলার শুনানির জন্য ফরিদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে পাটুরিয়া ঘাটের পাঁচ নম্বর ফেরিঘাটে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদী পড়ে যায়। তবে, ওই ব্যারিস্টার দম্পতি ও চালক অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছেন।’
ফেরি সেক্টরের ওই কর্মকর্তা আরও জানান, পদ্মায় নিমজ্জিত মাইক্রোবাসটি তাদের নিজস্ব ক্রেন দিয়ে তীরে উঠানো হয়েছে।
Comments