ট্রাম্প প্রশাসনের ২৮ কর্মকর্তার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা
সাবেক পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ বিগত ট্রাম্প প্রশাসনের ২৮ শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে চীন।
আজ বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, গতকাল বাইডেনের শপথ নেওয়ার আগে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ওই নিষেধাজ্ঞা জারি করেছে।
বিবৃতিতে যাদেরকে নিষেধাজ্ঞার তালিকায় রাখা হয়েছে তারা হলেন, ট্রাম্প প্রশাসনের বাণিজ্য উপদেষ্টা পেটার নাভারো, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রিয়েন, পূর্ব-এশীয় ও প্রশান্ত মহাসাগর বিষয়ক সহকারী সচিব ডেভিড স্টিলওয়েল, স্বাস্থ্যমন্ত্রী অ্যালেক্স আজার ও জাতিসংঘের মার্কিন দূত কেলি ক্রাফট।
এছাড়াও, বিগত প্রশাসনের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও সাবেক উপদেষ্টা স্টিফেন ব্যাননের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে বেইজিং।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিটিতে আরও বলা হয়েছে, ‘নিষেধাজ্ঞার আওতায় যারা আছেন তারা নিজেদের হীন রাজনৈতিক স্বার্থের কারণে চীনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করেছেন, ভুল ধারণা ও ঘৃণা ছড়িয়েছেন। তারা চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের স্বার্থের কথা বিবেচনা করেনি।’
বেইজিং আরও জানিয়েছে, নিষেধাজ্ঞার অধীনে থাকা ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা চীন, হংকং ও ম্যাকাওয়ে প্রবেশ করতে পারবেন না।
এছাড়াও, তারা ও তাদের সঙ্গে যুক্ত সংস্থাগুলোও চীনের সঙ্গে ব্যবসা করতে পারবে না।
চীনের এই বিবৃতি প্রকাশের কিছুক্ষণ পর জন বোল্টন এক টুইটে লিখেছেন, ‘নতুন প্রেসিডেন্টের অভিষেকের দিন এটি একটি দারুণ সংবাদ! যুক্তরাষ্ট্রের স্বাধীনতা রক্ষায় আমার নিরলস প্রচেষ্টার এই সম্মানজনক স্বীকৃতি আমি গ্রহণ করছি।’
Comments