উইকেট থেকে ভিন্ন কিছু আশা করছে না উইন্ডিজ
প্রথম ওয়ানডের উইকেটে ছিল মন্থর, স্পিনাররা পেয়েছেন প্রচুর টার্ন। কুয়াশাময় পরিস্থিতিতে ব্যাট করাই যেন ছিল দুরূহ। ব্যাটিংয়ের জন্য কঠিন এমন উইকেটই আবার পাওয়া যাবে বলে ধারণা ওয়েস্ট ইন্ডিজের। স্বাগতিক বাংলাদেশ নিজেদের শক্তির জায়গা থেকে একই অ্যাপ্রোচ নেবে বলে মনে করেন পেসার আলজেরি জোসেফ।
বুধবার প্রথম ওয়ানডেতে আগে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ক্যারিবিয়ানরা। বাংলাদেশি বোলারদের সামনে ছয়জন অভিষিক্ত নিয়ে অসহায় অবস্থা হয় তাদের। তবে তাদের জন্য সবচেয়ে আতঙ্ক ছিলেন সাকিব আল হাসান। মাত্র ৮ রানেই ৪ উইকেট নেন। ভালো করেন হাসান মাহমুদ আর মোস্তাফিজুর রহমানও। অবশ্য ক্যারিবিয়ানদের ১২২ রান টপকাতে গিয়ে আকিল হোসেনের স্পিনে বিস্তর ঝামেলা পোহাতে হয় বাংলাদেশকেও।
বৃহস্পতিবার দলের কোন অনুশীলন রাখেনি সফরকারীরা। হোটেলে বিশ্রামেই কাটিয়েছেন ক্রিকেটাররা। সেখান থেকেই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে পেসার আলজেরি জানালেন, বাংলাদেশের পরিকল্পনার বাইরে গিয়ে ঘূর্ণি উইকেটের বাইরে কিছু আশা করছেন না তারা ‘আমি ভিন্ন কিছু আশা করছি না। আমার ধারণা একই অ্যাপ্রোচ নিয়ে নামবে তারা। আমার মনে হয় উইকেট একই রকম হবে আগের দিন যেমন ছিল। স্পিন ধরবে অনেক। প্রথম ম্যাচে যেমন হয়েছে আমরা সেরকম দল নই এটা দেখনোর সুযোগ আমাদের সামনে। আমরা দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চাই।’
স্পিনিং উইকেট হলেও বাংলাদেশের দুজন পেসারও ভুগান উইন্ডিজকে। দলের সবচেয়ে অভিজ্ঞ বোলার আলজেরি জানাল সাফল্য পেতে নিখুঁত হতে হবে তাদের, ‘ব্যাট করার জন্য এটা ভাল ছিল না। সত্যিই কথা এটাই। পেস বোলিং গ্রুপ হিসেবে আমাদের আরও ধারাবাহিক হতে হবে। ধৈর্য নিয়ে খেলতে হবে। আমি জানি এটা ৫০ ওভারের খেলা, দীর্ঘ পরিসর না। কিন্তু এমন উইকেটে সফল হতে হলে ধৈর্য থাকতে হবে।’
শুক্রবার সকাল সাড়ে ১১টায় দ্বিতীয় ম্যাচে নামবে দুদল। এই ম্যাচ হারলে বাংলাদেশের কাছে সিরিজ খুইয়ে ফেলবে ক্যারিবিয়ানরা।
Comments