রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান: জামিন পেলেন সুনামগঞ্জের মেয়র

প্রতারণার মাধ্যমে সুনামগঞ্জ জেলা পাসপোর্ট কার্যালয় থেকে পাসপোর্ট করতে রোহিঙ্গাদের জন্মসনদ দেওয়ার ঘটনায় অভিযুক্ত হিসেবে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে হাজির হয়ে জামিন পেয়েছেন সুনামগঞ্জের পৌর মেয়র নাদের বখত ও সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য কাওসার আলম।

আজ বৃহস্পতিবার বিকেলে তারা সুনামগঞ্জ সদর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-ই-ইলাহীর আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সুনামগঞ্জ পুলিশের কোর্ট পরিদর্শক সেলিম নেওয়াজ।

গত বুধবার একই আদালত রোহিঙ্গদের পাসপোর্ট বানাতে জন্মসনদ প্রদানের ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের চার্জশিট আমলে নিয়ে নতুন করে অভিযুক্ত হওয়া সুনামগঞ্জের পৌর মেয়র নাদের বখতসহ পাঁচ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বাকিরা হলেন- পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও কাউন্সিলর হোসেন আহমদ রাসেল, পৌরসভার সহকারী কর আদায়কারী পিযুষ কান্তি তালুকদার, পৌরসভার জন্ম-মৃত্যু নিবন্ধক ও স্যানিটারি পরিদর্শক মো. সেলিম উদ্দিন ও সুনামগঞ্জ বারের আইনজীবী কাওসার আলম।

মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৪ এপ্রিল সুনামগঞ্জ জেলা পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট করতে আসা দুই রোহিঙ্গা ও তাদের চার সহযোগীকে আটক করে পুলিশ।

ওই দিনই প্রতারণা ও জালিয়াতির অভিযোগে রোহিঙ্গাদের সহযোগী মো. ফরহাদ আহমদ, মো. নূর হোসেন, মো. জসিম উদ্দিন ও আমির উদ্দিনকে আসামি করে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক জিন্নাতুল ইসলাম তালুকদার।

মামলায় গ্রেপ্তার চার আসামি ছাড়াও সুনামগঞ্জ পৌর মেয়রসহ পাঁচ জনের নাম যুক্ত করে গত ২১ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, রোহিঙ্গাদের জন্মসনদ প্রদান প্রক্রিয়ায় তারা যুক্ত ছিলেন এবং এই সনদ সত্যায়ন করেছেন ওই আইনজীবী।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

11h ago