গাজীপুরে উন্নয়ন কেন্দ্র থেকে কিশোরের মরদেহ উদ্ধার
গাজীপুরে কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে রিজ উদ্দিন মোল্লা নামে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে, ওই কিশোর ‘আত্মহত্যা’ করেছেন।
আজ শুক্রবার দুপুরে টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘রিজ উদ্দিন মোল্লা নামে ওই তরুণের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায়। তার বাবার নাম আব্দুল গাফফার। গতকাল সন্ধ্যায় পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।’
তিনি আরও বলেন, ‘অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে গত বছরের ৫ জুলাই কিশোরগঞ্জ থানায় মামলা হয়। আইন অনুযায়ী তাকে টঙ্গীর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছিল। উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার হেলাল তাকে অচেতন অবস্থায় শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেখানে তিনি জানিয়েছেন, রিজ উদ্দিন মোল্লা আত্মহত্যা করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
তবে উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান মৃত্যুর বিষয়ে কিছু বলতে পারেননি।
Comments