খুলনা-ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

খুলনা ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
মিরপুরে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যু
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

খুলনা ও ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে খুলনার ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদ হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডুমুরিয়ার বালিয়াখালি ব্রিজের নিকটবর্তী মোড়ে একটি দ্রুতগতির মোটরসাইকেলের সঙ্গে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাওয়া একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জাহিদ খান (২৪) ঘটনাস্থলে মারা যান। সংঘর্ষের পর মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে হয়ে যায়। আর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে আটকে যায়।’

নিহত জাহিদ ডুমুরিয়া উপজেলার বানাই গ্রামের জাকির খানের ছেলে। তিনি ডুমুরিয়া কলেজের স্নাতকের শিক্ষার্থী ছিলেন।

এসআই এমদাদ হোসেন আরও জানান, নিহতের মরদেহ ও বাসটি খর্নিয়া হাইওয়ে থানার হেফাজতে আছে। তবে, বাসচালক পালিয়ে গেছেন।

অন্যদিকে, আজ সকাল সাড়ে ১১টার দিকে ঝিনাইদহের জেলা শহরের হামদাহ বাসস্ট্যান্ডে মোটরসাইকেল-ট্রাকের সংঘর্ষে রিপ্তি খাতুন (৩৬) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি ঝিনাইদহ সদরের নারিকেলবাড়িয়া গ্রামের তাহিদুল ইসলামের স্ত্রী।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ঝিনাইদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ভাতিজার সঙ্গে মোটরসাইকেলে করে নারিকেলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন রিপ্তি। পথে এক দ্রুতগামী ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। আর মোটরসাইকেলের চালক আহত হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

Comments

The Daily Star  | English
Prof Muhammad Yunus on Bangladesh India relations

Dhaka-Delhi ties should be based on equity: Prof Yunus

Chief Adviser Prof Muhammad Yunus today said they need to maintain good relations with India but that should be based on equity and fairness

1h ago