বাগেরহাটে ১৯টি হরিণের চামড়াসহ আটক ২
বাগেরহাটে ১৯টি হরিণের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
গতকাল রাত ১টা ৪৫ মিনিটের দিকে বাগেরহাটের শরণখোলার রায়েন্দা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন- ইলিয়াস হাওলাদার (৩৫), মো. মনিরুল ইসলাম শেখ (৪৮)।
আজ শনিবার দুপুরে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় নিজ কার্যালয়ে এ কথা বলেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ জানতে পারে মনিরের ঘরে হরিণের চামড়া বিক্রি হচ্ছে। পরে তার ঘর অভিযান চালিয়ে ১৯টি হরিণের চামড়া উদ্ধার করা হয় এবং দু’জনকে আটক করা হয়। তবে, তাদের আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায়। আটক মনিরুল ইসলামের ঘরের পাটাতন থেকে হরিণের চামড়াগুলো উদ্ধার করে পুলিশ।’
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ সুপার।
Comments