দশম ও দ্বাদশ নিয়মিত, বাকিদের সপ্তাহে একদিন ক্লাশ
শিক্ষামন্ত্রী দীপু মনি জাতীয় সংসদে বলেছেন, সীমিত আকারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিতে দশম এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে হবে।
তিনি জানান, সংক্ষিপ্ত সিলেবাসে আসন্ন এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিতে হবে তাদের।
অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা সপ্তাহে এক দিন করে ক্লাসে আসবে। তারা পুরো সপ্তাহের পড়া নিয়ে যাবে। পরের সপ্তাহে আবার এক দিন আসবে বলে যোগ করেন শিক্ষামন্ত্রী।
তিনি জানান, ৪ ফেব্রুয়ারির মধ্যে সকল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ খোলার প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) বিল, ২০২১ নিয়ে আলোচনা করার সময় দীপু মনি বলেন, কোভিড ১৯ পরিস্থিতি বিশ্লেষণ করে এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় উপদেষ্টা কমিটির সঙ্গে পরামর্শ করার পর আমরা সিদ্ধান্ত নেব কবে থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়া হবে।
দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলা সম্ভব হবে না জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে একসঙ্গে সব শিক্ষার্থী আনার সুযোগ থাকবে না।’
করোনা মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে। সর্বশেষ ৩০ জানুয়ারি পর্যন্ত এই ছুটি বাড়ানো হয়েছে।
Comments