‘পাটশিল্পসহ রাষ্ট্রায়ত্ত খাত রক্ষা গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার’
১১ দফা ও ৬ দফা দাবির আন্দোলনের পটভূমিতে ১৯৬৯ সালে সংগঠিত গণঅভ্যুত্থানের ও মুক্তিযুদ্ধের অন্যতম অঙ্গীকার হলো পাটশিল্পসহ রাষ্ট্রায়ত্ত খাত রক্ষা।
আজ রোববার সকাল সাড়ে ১১টায় সকাল ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে গণঅভ্যুত্থান দিবসে সংগ্রাম পাট-সুতা ও বস্ত্রকল শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ আয়োজিত আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।
তারা জানান, রাষ্ট্রায়ত্ত খাতকে রক্ষা করা আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার। এই খাতকে আমাদের ভবিষ্যৎ শোষণমুক্তির ও স্বাধীনতার চেতনা বাস্তবায়নের লক্ষ হিসেবে দেখতে হবে।
তারা অবিলম্বে বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকল আধুনিকায়ন করে চালু ও সমুদয় বকেয়া পাওনা পরিশোধের দাবি জানান।
তারা বলেন, ১১ দফার পাঁচ নং দাবি ছিল ব্যাংক-বীমা-পাট ব্যবসা ও বৃহৎ শিল্প জাতীয়করণ। সাত নং দাবিতে ছিল শ্রমিকের ন্যায্য মজুরি ও বোনাসসহ রেশন, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা ইত্যাদির ব্যবস্থা করা। শ্রমিক স্বার্থবিরোধী আইন প্রত্যাহার করে এবং ধর্মঘটের অধিকার ও ট্রেড ইউনিয়ন করার অধিকার দিতে হবে। এছাড়া স্বায়ত্তশাসন, নির্যাতন বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী এবং কৃষক স্বার্থের পক্ষে দাবি ছিল।
তারা আরও বলেন, ৫১ বছর পরেও আমরা দেখছি- এসব দাবি স্বাধীনতার পর আদায় হলেও, পরবর্তীতে দেশের নতুন শাসকরা কমবেশি তা অবমাননা করছেন। লুটেরারা এদেশের জাতীয়করণ করা পাটকল-চিনিকল-ব্যাংক-বীমা দুর্নীতি ও ভুলনীতির মাধ্যমে ধ্বংসের দিকে নিয়ে গেছে। আবার এসব প্রতিষ্ঠানের সম্পত্তি বিরাষ্ট্রীয়করণ করে তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে তারা বলেন, ১৯৬৯-এর এই দিনে পাটকলসহ শ্রমজীবীরা লাখো মানুষের মিছিল গণঅভ্যুত্থানে সংগঠিত করতে অন্যতম অবদান রাখে। এই শ্রমজীবীদের উপেক্ষা করে দেশে আমলা আর লুটেরাদের রাজত্ব কায়েম করা হচ্ছে। এই অবস্থা থেকে দেশ ও শ্রমজীবী মানুষকে বাঁচাতে শ্রমিক-জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলতে হবে।
ওই সভায় সভাপতিত্ব করেন সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও শ্রমিক নেতা সহিদুল্লাহ চৌধুরী। শ্রমিক নেতা আসলাম খানের পরিচালনায় এ সভায় আরও বক্তব্য রাখেন- ঢাবির শিক্ষক অধ্যাপক রাশেদ আল তিতুমির, সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান, সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক জাতীয় শ্রমিক ফেডারেশনের সভাপতি স্কপের অন্যতম নেতা কামরুল আহসান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সহ-সভাপতি প্রবীণ শ্রমিক নেতা মাহাবুব আলম, প্রবীণ শ্রমিক নেতা আ. কাদের হাওলাদার, সিপিবির সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স প্রমুখ।
Comments