শ্বাসকষ্টে মানিকগঞ্জ কারাগারের এক হাজতির মৃত্যু
মানিকগঞ্জ জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে তার মৃত্যু হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আরশাদ উল্লাহ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
মৃত হাজতি দুলাল মিয়া (৫৫) সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের চরতিল্লী গ্রামের ইব্রাহিমের ছেলে।
হাসপাতাল এবং কারা কর্তৃপক্ষ সূত্র জানায়, আজ দুপুর ১২টায় কারাগারের ভেতর দুলাল মিয়া অসুস্থ হয়ে পড়েন। তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। বেলা সাড়ে ১২টার দিকে তাকে জেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর তাকে অক্সিজেন দেওয়া হয় ও ইসিজি পরীক্ষা করা হয়। এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।
মৃত্যুর কারণ সম্পর্কে ডা. আরশাদ উল্লাহ বলেন, ‘ওই ব্যক্তিকে হাসপাতালে আনার পর তার রক্তে অক্সিজেনের মাত্রা কম ছিল। হাসপাতালে আনার কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়। শ্বাসকষ্টজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক আলামতে প্রতীয়মান হয়েছে।’
কারাগারের কারাধ্যক্ষ (জেলার) বিকাশ রায়হান বলেন, ‘গত ৯ জানুয়ারি প্রতারণার অভিযোগে দায়েরকৃত একটি মামলায় দুলাল মিয়াকে জেলহাজতে পাঠানো হয়। কয়েকদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন। কারা চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত জেলা হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার মৃত্যু হয়।’
Comments