জনপ্রিয়তার তুঙ্গে বার্নি স্যান্ডার্স মিম, কপাল খুলল দাতব্য সংস্থার

মুখে মাস্ক, হাতে দস্তানা, সামাজিক দূরত্ব মেনে চেয়ারে দুই হাত ভাঁজ করে চেয়ারে বসে আছেন বার্নি স্যান্ডার্স। জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে সিনেটর বার্নি স্যান্ডার্সের এমন একটি ছবিতে সয়লাব ইন্টারনেট দুনিয়া। গত কয়েকদিন ছবিটিকে বিভিন্নভাবে সম্পাদনা করে বানানো অগণিত মিম এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে। বিনোদন জগতের তারকা থেকে শুরু করে রাজনীতিবিদরাও এসব মিম শেয়ার করছেন।
মিমের জনপ্রিয়তায় অনুপ্রাণিত হয়ে ৪৫ ডলারে এই সোয়েটশার্ট বিক্রি করছে বার্নি স্যান্ডার্সের প্রচারণা শিবির। ছবি: সংগৃহীত

মুখে মাস্ক, হাতে দস্তানা, সামাজিক দূরত্ব মেনে চেয়ারে দুই হাত ভাঁজ করে চেয়ারে বসে আছেন বার্নি স্যান্ডার্স। জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে সিনেটর বার্নি স্যান্ডার্সের এমন একটি ছবিতে সয়লাব ইন্টারনেট দুনিয়া। গত কয়েকদিন ছবিটিকে বিভিন্নভাবে সম্পাদনা করে বানানো অগণিত মিম এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তার তুঙ্গে। বিনোদন জগতের তারকা থেকে শুরু করে রাজনীতিবিদরাও এসব মিম শেয়ার করছেন।

আজ রোববার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোও নিজের ছবির সঙ্গে সিনেটর বার্নি স্যান্ডার্সের ছবিটি জুড়ে দিয়ে একটি মিম টুইটারে শেয়ার করেছেন। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এক মাস বা তার আগেও আমার একটি সংবাদ সম্মেলনে আমার ছেলের ঢুকে পড়াটা ছিল একটা ঘটনা। কিন্তু এখন ভ্রমণের সময় না। ঘরে থাকুন, এর মাধ্যমে আমি বুঝাচ্ছি যে নিজের ঘরে থাকুন।’

এদিকে, স্যান্ডার্সের প্রচারণা শিবির এসব মিমে অনুপ্রাণিত হয়ে ওই ছবি দিয়ে একটি সোয়েটশার্ট বানিয়ে বিক্রি করতে শুরু করেছে।

সংবাদমাধ্যম সিএনএন জানায়, সোয়েটশার্ট বিক্রি থেকে পাওয়া সব টাকাই স্যান্ডার্সের ভার্মন্ট রাজ্যে ‘মিলস অন হুইলস’ দাতব্য সংস্থায় অনুদান হিসেবে দেওয়া হবে। বার্নি স্যান্ডার্সের ছবিযুক্ত যুক্তরাষ্ট্রে তৈরি কালো রঙের প্রতিটি সোয়েটশার্টের দাম ধরা হয়েছে ৪৫ ডলার।

সোয়েটশার্টটি মিমের মতোই জনপ্রিয় হতে চলছে বলে ধারণা করা হচ্ছে।

স্যান্ডার্সের প্রচারণার ওয়েবসাইট অনুসারে, ‘অত্যধিক চাহিদার কারণে’ তৈরি করা সবগুলো সোয়েটশার্টই বিক্রি হয়ে গেছে। এখন প্রিঅর্ডার করলে এটি পেতে আট সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

Comments

The Daily Star  | English

Climate talks in last push over the fate of fossil fuels

UN leaders today urged an end to obstruction hours before a deadline for a deal at a climate summit in Dubai, as oil producers resisted historic calls for the world to wind down fossil fuels

18m ago