নারায়ণগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তরুণ নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে বিল্লাল হোসেন নামে এক তরুণ নিহত হয়েছে।
রোববার ভোরে উপজেলার দৈবই এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ছিনতাইকারীদের হামলায় আহত হয় বিল্লাল। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে তিনি মারা যান। নিহত বিল্লাল (২২) মৌলভীবাজার শাহীবাগ গ্রামের আবু কালামের ছেলে। পিকআপ ভ্যানের হেলপার হিসেবে কাজ করতেন তরুণ।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভোরে সবজি বোঝাই পিকআপ ভ্যান নিয়ে চালক সুজন ও বিল্লাল সিলেটের দিকে যাচ্ছিল। প্রচণ্ড কুয়াশা থাকায় গাড়ি চলছিল ধীরগতিতে। এসময় চার থেকে পাঁচ জন ছিনতাইকারী তাদের গতি রোধ করে। তারা সুজনের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়। কিন্তু ছিনতাইকারীদের বাধা দেয় বিল্লাল। এ নিয়ে বিল্লালের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে বিল্লালের পেটে আঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।’
তিনি বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় বিল্লালকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন সুজন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’
ওসি বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ছিনতাইকারীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।’
Comments