রাজশাহীতে কলেজ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ
রাজশাহীর মোহনপুর উপজেলায় এক কলেজ শিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত শিক্ষার্থীর বাবা আজ সন্ধ্যায় মোহনপুর থানায় অজ্ঞাত নামাদের আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
আজ রোববার দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন মোহনপুর থানার ওসি (তদন্ত) তৌহিদুর রহমান।
নিহত শফিউল ইসলাম (২৫) রাজশাহী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী।
ওসি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সকাল ৯টায় কামারপাড়া টাঙ্গন গ্রামে তার বাড়ি থেকে প্রায় একশ গজ দূরের একটি আম বাগান থেকে শফিউলের মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই এলাকার দুজনকে আটক করেছে। নিহতের বাবা মামলার এজেহারে ওই দুজনকে সন্দেহজনক হিসেবে উল্লেখ করেছেন।
সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা জানান, মরদেহের গলায় দড়ি বাঁধা ছিল। তার মাথা একটি পলিথিন ব্যাগে মোড়ানো ছিল এবং মাথায়, কপালে এবং চোখের নিচে ক্ষত ছিল।
‘এসব আলামত থেকে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে,’ তৌহিদুর রহমান বলেন।
নিহত শফিউলের বাবা সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার রাত সাড়ে আটটায় শফিউল তার মাকে জানিয়েছিল সে তার এক বন্ধুর বাড়িতে যাচ্ছে এবং রাতে সেখানে থাকবে। আজ সকালে জানা যায়, শফিউল তার বন্ধুর বাড়িতে যায়নি।
এ ঘটনা গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
Comments