আসামি ধরতে গিয়ে হামলায় ৫ পুলিশ সদস্য আহত, আটক ৭

পিরোজপুরে আসামি ধরতে গিয়ে স্থানীয়দের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল রোববার রাতে সদর উপজেলার কুমারখালী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত সাত জনকে আটক করেছে পুলিশ।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) হায়াতুল ইসলাম খান। তিনি বলেন, ‘আহত দুই পুলিশ সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। আর তিন জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে ব্যারাকে আছেন। এ বিষয়ে আমরা পরে বিস্তারিত বলব।’
এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান এসপি।
পিরোজপুর জেলা পুলিশের একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে, গতকাল রাত ১টার দিকে মেহেদি হাসান নামে এক যুবককে আটক করতে কুমারখালী যায় পুলিশ। তাকে আটক করে ফেরার পথে পুলিশের ওপর এই হামলার ঘটনা ঘটে। আটকদের মধ্যে একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
Comments