আনন্দধারা

দর্শক সারিতে পরীমনি

নন্দিত পরিচালক তৌকীর আহমেদের নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’। আগামী মার্চে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে ছবিটির প্রচারণা।

 

নন্দিত পরিচালক তৌকীর আহমেদের নতুন ছবি ‘স্ফুলিঙ্গ’। আগামী মার্চে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এরই মধ্যে শুরু হয়েছে ছবিটির প্রচারণা।

গতকাল রোববার রাতে ‘স্ফুলিঙ্গ’ সিনেমার ফার্স্টলুক ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে দেখা মিলেছে ছবির কেন্দ্রীয় একটি চরিত্রের অভিনেত্রী পরীমনির। ৫০ সেকেন্ডের ফার্স্টলুকে একটি কনসার্টে দর্শক সারিতে দেখা যায় পরীমনিকে। সেখানে ‘সময় গেলে সাধন হবে না’ গানের তালে হাত নাড়াচ্ছেন তিনি।

গত বছরের ৯ ডিসেম্বর সিনেমাটির ঘোষণা দিয়ে ১১ ডিসেম্বর শুরু হয় শুটিং।

‘স্ফুলিঙ্গ’ ছবির গল্প এগিয়েছে একটি ব্যান্ড দলকে ঘিরে। বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মের কাছে মেলে ধরতেই সিনেমাটি নির্মিত হয়েছে। ছবিটির সংগীত পরিচালনা করেছেন পিন্টু ঘোষ।

ছবিতে পরীমনি ছাড়াও অভিনয় করেছেন জাকিয়া বারী মম, রওনক হাসান, শ্যামল মাওলা, আবুল হায়াত, মামুনুর রশীদ, শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

 

Comments

The Daily Star  | English

Independents all-time high

The number of independent aspirants submitting nomination papers for the upcoming national polls is at an all time high.

8h ago