ইসরায়েলে দূতাবাস খুলছে আরব আমিরাত
ইসরায়েলের তেল আবিব শহরে দূতাবাস খোলার সিদ্ধান্ত সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে।
গতকাল রোববার এ অনুমোদন দেওয়ার কথা উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স বলেছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
প্রতিবেদেন বলা হয়েছে, একইসঙ্গে আবুধাবিতে দূতাবাস খোলার কথা ঘোষণা দিয়েছে ইসরায়েল।
প্রতিবেদন মতে, মূলত প্রতিবেশী ইরানের আঞ্চলিক প্রভাব বিস্তারের ভয়ে গত আগস্টে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল তাদের সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছিল।
এরপর যুক্তরাষ্ট্রের সাবেক ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টায় বাহরাইন, সুদান ও মরক্কোও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকার জেরুসালেমকে দেশটির রাজধানী হিসেবে গণ্য করলেও আন্তর্জাতিক সম্প্রদায় এর স্বীকৃতি দেয়নি। অধিকাংশ দেশ তাদের দূতাবাস তেল আবিবে রেখেছে।
ফিলিস্তিনিদের দাবি পূর্ব জেরুসালেম হবে তাদের ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী।
সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় বলেছে তারা গতকাল আবুধাবিতে আনুষ্ঠানিকভাবে দূতাবাস খুলেছে।
দেশটির রাষ্ট্রদূত সেখানে গিয়েছেন বলেও বার্তায় উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে, স্থায়ীভাবে জায়গা না পাওয়া পর্যন্ত একটি অস্থায়ী জায়গায় ইসরায়েলের দূতাবাসের কাজ চালানো হবে।
Comments