‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের একই দিনে ভ্যাকসিন নেওয়া উচিত’
জনমনে শঙ্কা দূর করতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের একই দিনে ভ্যাকসিন নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির সংসদ সদস্য (এমপি) মুজিবুল হক।
আজ সোমবার জাতীয় সংসদে চলা অধিবেশনে তিনি এ মন্তব্য করেন।
মুজিবুল হক বলেন, ‘জনমনের শঙ্কা এবং ভ্যাকসিন নিয়ে ভুল ধারণা দূর করতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপিদের একই দিনে ভ্যাকসিন নেওয়া উচিত।'
আজ সকাল ১১টার দিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের প্রথম চালানের ৫০ লাখ ডোজ ঢাকায় এসে পৌঁছেছে। এর মধ্যেই এমন মন্তব্য করলেন জাতীয় পার্টির এই এমপি।
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাসের ভ্যাকসিন ভারতে উৎপাদন করছে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। যার ভারতীয় নাম ‘কোভিশিল্ড’। দেশীয় প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে সেই ভ্যাকসিনেরই তিন কোটি ডোজ কিনেছে বাংলাদেশ। যার প্রথম চালানে আজ ৫০ লাখ ডোজ এসে পৌঁছাল।
এর আগে, উপহার হিসেবে ভারত থেকে ২০ লাখ ডোজ ‘কোভিশিল্ড’ ভ্যাকসিন পেয়েছে বাংলাদেশ। আগামী ২৭ জানুয়ারি রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মাধ্যমে প্রাথমিক টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Comments