সিকিম সীমান্তে ভারত-চীন সংঘর্ষ
সিকিম সীমান্তে ভারত ও চীনের সেনাবাহিনী শারীরিকভাবে সংঘর্ষে লিপ্ত হলে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র এক প্রতিবেদন আজ সোমবার এ তথ্য জানানো হয়েছে।
ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মির সেনারা সিকিম সীমান্তের নাকু লা এলাকায় অনুপ্রবেশ করতে চাইলে ভারতীয় সেনারা তা প্রতিহত করে। সেসময় তাদের মধ্যে ‘হাতাহাতি’র ঘটনা ঘটে। কোনো গোলাগুলি হয়নি।
পরিস্থিতি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে উল্লেখ করে এতে আরও বলা হয়েছে, এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন।
আজ ভারতীয় সেনাবাহিনী গণমাধ্যমকে জানিয়েছে, গত ২০ জানুয়ারি নাকু লা এলাকায় ‘ছোটখাট সংর্ঘষ’ হয়েছিল। স্থানীয় সেনা কমান্ডাররা প্রোটকল অনুযায়ী তা ‘সমাধান করেছেন’।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের মে থেকে জুনের মধ্যে চীনের সেনারা পাংওং সো নদীর উত্তর তীরে আট কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে।
Comments