১৮ মার্চ থেকে অমর একুশে বইমেলা
২০২১ সালের অমর একুশে বইমেলা আগামী ১৮ মার্চ থেকে শুরু হবে। মহামারিতে এবার অনলাইনে বইমেলা হওয়া নিয়েও জল্পনা ছিল। বইমেলার তারিখ ঘোষণার মাধ্যমে বিভ্রান্তি কাটল।
আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী দ্য ডেইলি স্টারকে বিয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১৮ মার্চ বইমেলা শুরু হবে। এর বেশি এই মুহূর্তে জানাতে পারছি না।’
বইমেলা কতদিন চলবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কতদিন চলবে, কীভাবে চলবে বিস্তারিত আমরা জানাব। যেহেতু অনেকে বিভ্রান্তির মধ্যে ছিলেন সেজন্য আপাতত এটুকু জানাচ্ছি যে ১৮ মার্চ থেকে সাধারণভাবে বইমেলা শুরু হবে।’
করোনার পরিস্থিতিতে স্টল সাজানোর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, ‘ঘন ঘন স্টল হবে নাকি ছড়িয়ে ছিটিয়ে স্টল হবে সেটা পরিস্থিতির ওপর নির্ভর করছে। আমাদের ডিজাইনাররা পরিস্থিতি দেখে স্টলের ডিজাইন করবেন।’
Comments