রাজশাহীতে যৌন হয়রানির অভিযোগে বৃদ্ধ ভিক্ষুক গ্রেপ্তার
পথ চলতে অপরিচিত কোনো বৃদ্ধ লোকের সাহায্যে এগিয়ে গিয়ে যৌন হয়রানির ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হতে হবে তা ভাবতেও পারেনি রাজশাহীর ১৬ বছরের এক স্কুলছাত্রী। গত ২৮ ডিসেম্বর সকালে রাজশাহী শহরের কুমারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই স্কুলছাত্রী কুমারপাড়া এলাকার বরোদা কালী মন্দিরের পূর্ব পাশের রাস্তা দিয়ে হেঁটে কোচিং ক্লাসে যাচ্ছিল।
সাহায্যের চেয়ে অনুরোধ করলে সে দেখে মুখভর্তি সাদা দাড়িওয়ালা এক লোক প্রাচীরে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। তিনি বলেন, ‘আমি হাঁটতে পারছি না, আমাকে একটু ধরবে?’ হাত ধরার পর যা ঘটে, তাতে তীব্র ঘৃণা আর অপমান বোধের তৈরি হয়। কোনো মতে নিস্তার পেয়ে ঘটনাস্থল ত্যাগ করে সে। কিছুক্ষণের মধ্যে বাড়ির লোকজনকে সঙ্গে নিয়ে এলেও লোকটির আর দেখা মেলেনি।
এ ঘটনার প্রায় এক মাস পরে গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ওই স্কুলছাত্রী লোকটিকে চিহ্নিত করে। ভিডিওতে দেখা যায় রাজশাহীর ব্যস্ততম আরডিএ মার্কেটের ভিড়ের মধ্যে লোকটি ভিক্ষা করছেন। ভিড়ের সুযোগ নিয়ে তিনি যৌন হয়রানি করছিলেন। আড়াল থেকে একজন এই ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।
ভিডিওটি দেখে পুলিশ গতকাল ভোরে শহরের শেখের চক এলাকায় ভাড়া বাসা থেকে লোকটিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের খবর জানতে পেরে ওই স্কুলছাত্রী তার বিরুদ্ধে থানায় মামলা করেছে।
রাজশাহী মহানগর পুলিশের বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গ্রপ্তার ৬২ বছর বয়সী বৃদ্ধ নওগাঁর বাসিন্দা। তিনি দুই কন্যা ও এক পুত্রের জনক। স্কুলছাত্রীর দায়ের করা মামলায় আমরা তার অপরাধ খতিয়ে দেখছি। এ ছাড়া, ভিডিও ফুটেজে আমরা দেখেছি তিনি রাস্তায় নারীদের যৌন হয়রানিতে লিপ্ত ছিলেন।’
Comments