চসিক নির্বাচন

সংঘর্ষ-ইভিএম ভাঙচুর: ২ কেন্দ্রের ভোট স্থগিত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ইভিএম মেশিন ভাঙচুর ও সহিংসতার অভিযোগে ৩৪ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।
ভেঙে ফেলা ইভিএম। ছবি: স্টার

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ভোটকেন্দ্র দখল, ইভিএম মেশিন ভাঙচুর ও সহিংসতার অভিযোগে ৩৪ নম্বর ওয়ার্ডের দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মো. হাসানুজ্জামান।

এসময় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইল বালীকে আটক করা হয় বলে নিশ্চিত করেন তিনি।

পাথরঘাটা এলাকায় পাশাপাশি তিন কেন্দ্রে হামলার ঘটনা ঘটেছে আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে। পাথরঘাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের দুটি বুথে থাকা দুটি ইভিএম ভাঙচুর করা হয়েছে।  হামলাকারীরা তিনটি বাস ও একটি মোটরসাইকেলেও ভাঙচুর করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির কাউন্সিলর প্রার্থী মো. ইসমাইল বালী ও আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থী অনুপ খাস্তগীরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। পাথরঘাটা এলাকার জেএম সেন স্কুল ও কলেজ ভোটকেন্দ্রের দখল নিতে তারা সংঘর্ষে লিপ্ত হন। সেসময় ওই কেন্দ্রের একটি ইভিএম মেশিন ভাঙচুর করা হয়।

খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে তাদের ছত্রভঙ্গ করে। এ সংঘর্ষে কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘পুলিশ পাথরঘাটা এলাকা থেকে মো. ইসমাইলকে আটক করেছে।’

জেএম সেন স্কুল ও কলেজ কেন্দ্রসহ দুটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Metro rail launches Friday operations

Trains will leave Uttara North Station for Motijheel between 3:30pm and 9:00pm every Friday

37m ago