ফের অসুস্থ হয়ে হাসপাতালে সৌরভ

sourav ganguly
ছবি: এএফপি

ফের অসুস্থ হয়ে পড়েছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। বুকে ব্যথা অনুভব করায় দেশটির ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান প্রধানকে ইতোমধ্যে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। মহারাজা খ্যাত তারকার পরিবারের বরাতে এমন সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।

বুধবার তারা জানিয়েছে, এক দফা হাসপাতালে কাটিয়ে বাড়ি ফেরার পর শারীরিক পরিস্থিতি স্বাভাবিকই ছিল সৌরভের। কিন্তু হঠাৎ করেই অবস্থার অবনতি হয়। গতকাল মঙ্গলবার রাতে অসুস্থ হয়ে পড়েন তিনি। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে তীব্রতা বাড়তে থাকে। সঙ্গে যোগ হয় বুকে ব্যথা। তাই এদিন কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে।

গত ২ জানুয়ারি নিজ বাড়িতে শরীরচর্চা করার সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন সৌরভ। তাৎক্ষণিকভাবে জরুরি ভিত্তিতে তাকে কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়। সেসময় লক্ষণ দেখে ধারণা করা হয়েছিল, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন।

পরবর্তীতে সৌরভের তিনটি ধমনীতে ব্লকেজ ধরা পড়ে। এর মধ্যে ডান দিকের ধমনীতে ব্লকেজ ছিল প্রায় ৯০ শতাংশ। সেখানে বসানো হয়েছে স্টেন। ৪৮ বছর বয়সী সৌরভ পাঁচ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পান। এরপর থেকে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তিনি।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

38m ago