অপরিশোধিত সোনা আমদানির অনুমোদন

রয়টার্স ফাইল ছবি

দেশের ব্যবসায়ীরা এখন থেকে অপরিশোধিত সোনা আমদানি করতে পারবেন। আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের স্বর্ণ নীতিমালা ২০১৮ এর এ সংক্রান্ত সংশোধিত প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোনা আমদানির পুরনো নীতিমালায় এতদিন শুধু পরিশোধিত সোনা আমদানির অনুমতি ছিল।

বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, অনেক দেশই অপরিশোধিত স্বর্ণ আমদানি করে। অপরিশোধিত স্বর্ণ আমদানি করে পরিশোধনের জন্য প্রয়োজনীয় মেশিন বসানোরও অনুমোদন দেওয়া হবে।

Comments

The Daily Star  | English

Bangladesh continues to perform poorly in budget transparency

Bangladesh has continued to showcase a weak performance in the open budget rankings among its South Asian peers, reflecting a lack of transparency and accountability in the formulation and implementation of fiscal measures.

16h ago