অপরিশোধিত সোনা আমদানির অনুমোদন

দেশের ব্যবসায়ীরা এখন থেকে অপরিশোধিত সোনা আমদানি করতে পারবেন। আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের স্বর্ণ নীতিমালা ২০১৮ এর এ সংক্রান্ত সংশোধিত প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।
রয়টার্স ফাইল ছবি

দেশের ব্যবসায়ীরা এখন থেকে অপরিশোধিত সোনা আমদানি করতে পারবেন। আজ অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের স্বর্ণ নীতিমালা ২০১৮ এর এ সংক্রান্ত সংশোধিত প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

সোনা আমদানির পুরনো নীতিমালায় এতদিন শুধু পরিশোধিত সোনা আমদানির অনুমতি ছিল।

বৈঠক শেষে ভার্চুয়াল ব্রিফিংয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, অনেক দেশই অপরিশোধিত স্বর্ণ আমদানি করে। অপরিশোধিত স্বর্ণ আমদানি করে পরিশোধনের জন্য প্রয়োজনীয় মেশিন বসানোরও অনুমোদন দেওয়া হবে।

Comments