বাসের ধাক্কায় ৭১ টিভির সংবাদকর্মী নিহত
রাজধানীর প্রগতি সরণীতে বাসের ধাক্কায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভির ভিডিও এডিটর গোপাল সূত্রধর (৪০) নিহত হয়েছেন।
বুধবার বিকেল ৫টার দিকে যমুনা ফিউচার পার্কের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানান।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার নাদিয়া শারমিন দ্য ডেইলি স্টারকে জানান, নিহত গোপাল সূত্রধর বিকেল ৫টা নাগাদ মোটরসাইকেলে করে একাত্তর টিভির বারিধারা অফিসের কাজ শেষে নিকুঞ্জে তার বাসায় ফিরছিলেন। যমুনা ফিউচার পার্কের কাছে পৌঁছালে ভিক্টর ক্লাসিক পরিবহনের উত্তরাগামী একটি বাস তার মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
তিনি আরও জানান, গুরুতর আহতাবস্থায় গোপালকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে, সেখান থেকে তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) নিয়ে গেলে, সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার ওসি আবুল হাসান জানান, বাসটি আটক করা হলেও, চালক পালিয়ে গেছে।
Comments