পিরোজপুরে সড়কের পাশে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ
পিরোজপুরের সদর উপজেলা থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তর কদমতলা গ্রামে পিরোজপুর-নাজিরপুর-গোপালগঞ্জ সড়কের পাশে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহা. নূরুল ইসলাম বাদল দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় জানান। নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, তবে মরদেহের পাশেই একটি ব্যাগ পড়ে ছিল এবং ব্যাগের জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, রাতে কোনো এক সময় ওই ব্যক্তি হত্যার পরে দুর্বৃত্তরা সেখানে মরদেহ ফেলে রেখে চলে গেছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করেছে।’
Comments