আন্তর্জাতিক

কৃষক বিদ্রোহ: পুলিশের ভয়ে গ্রাম ছাড়া লাল কেল্লার সেই যুবকের পরিবার

পুলিশের ভয়ে গ্রাম ছেড়েছেন দিল্লির লাল কেল্লায় ‘খালসা’ পতাকা উত্তোলনকারী যুগরাজ সিংয়ের পরিবারের সদস্যরা।
Khalsa flag
ছবি: সংগৃহীত

পুলিশের ভয়ে গ্রাম ছেড়েছেন দিল্লির লাল কেল্লায় ‘খালসা’ পতাকা উত্তোলনকারী যুগরাজ সিংয়ের পরিবারের সদস্যরা।

আজ বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমদিকে ২৩ বছর বয়সী যুগরাজের এমন ‘সাহসী কাজে’ উৎফুল্ল থাকলেও এখন ভয়ে বাড়ি ছেড়েছেন তার পরিবারের সদস্যরা।

গত ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসে কৃষক আন্দোলনের প্রতিবাদী ট্রাক্টর র‌্যালি নির্ধারিত সময়ের আগে রাজধানী দিল্লিতে প্রবেশ করায় তা সহিংস হয়ে উঠেছিল। সেদিন বিক্ষোভকারীরা তাদের জন্যে নির্ধারিত সড়কের বাইরে চলে এসেছিলেন।

দেশটির কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে আন্দোলনকারীদের অনেকে গিয়েছিলেন ঐতিহাসিক লাল কেল্লায়। ধারণা করা হচ্ছে, তাদেরই একজন পাঞ্জাবের যুগরাজ সিং কেল্লায় ভারতের জাতীয় পতাকার পাশে টাঙিয়ে দিয়েছিলেন শিখ ধর্মের ‘নিশান সাহিব’ বা ‘খালসা’ পতাকা।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পাঞ্জাবের ওয়ান তারা সিং গ্রামের যুগরাজের পরিবারের সদস্যরা পুলিশ ও গণমাধ্যম এড়াতে বাড়ি থেকে চলে গেছেন।

প্রতিবেদন মতে, গত মঙ্গলবার যুগরাজের দাদা মেহাল সিং গণমাধ্যমটির কাছে তার নাতির ভূয়সী প্রশংসা করলেও গতকাল বুধবার তিনি এ বিষয়ে ‘তেমন কিছু জানেন না’ বলে মন্তব্য করেছিলেন।

গ্রামবাসীরা দেশটির গণমাধ্যমকে বলেছেন, পুলিশ কয়েকবার যুগরাজের বাড়ি ঘিরে রেখেছিল।

যুগরাজ সিংকে ‘শান্ত’ ও ‘কর্মঠ’ হিসেবে উল্লেখ করে এক প্রবীণ গ্রামবাসী প্রেম সিং গণমাধ্যমটিকে বলেছেন, ‘যুগরাজ যা করেছে তা অবশ্যই দুর্ভাগ্যজনক। এভাবে লাল কেল্লায় পতাকা টাঙানোর পরিণতি কী হতে পারে তা সে বুঝতে পারেনি। মনে হয়, এটা পরিকল্পিত নয়, স্বতঃস্ফূর্তভাবে সে করেছিল।’

তিনি আরও বলেছেন, ‘হয়ত কেউ তার হাতে পতাকা দিয়ে তা সেখানে ওঠে টাঙিয়ে দিতে বলেছিল।’

আরও পড়ুন:

কৃষক বিদ্রোহ: ৮৬ পুলিশ আহত, ১৫ মামলা

কৃষক বিদ্রোহ: ‘আমাদের বার্তা পৌঁছে দিয়েছি’

কৃষক বিদ্রোহ: দিল্লিতে সহিংস বিক্ষোভ, ট্রাক্টর উল্টে নিহত ১

কৃষক বিদ্রোহ: পুলিশ পেটাল, ছুঁড়ল কাঁদানে গ্যাস

কৃষক বিদ্রোহ: ব্যারিকেড ভেঙে দিল্লিতে

কৃষক বিদ্রোহ: ৩৬ শর্তে ট্রাক্টর র‌্যালির অনুমতি

কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে ঢুকতে পারবেন আন্দোলনকারীরা

কৃষক বিদ্রোহ: বিতর্কিত আইন স্থগিতের সিদ্ধান্ত

কৃষক বিদ্রোহ: প্রজাতন্ত্র দিবসে ‘ট্রাক্টর নিয়ে দিল্লিতে ঢুকবো’

ভারতে কৃষক বিদ্রোহ

বিতর্কিত কৃষি আইন স্থগিত করল সুপ্রিম কোর্ট, ৪ সদস্যের কমিটি গঠন

কৃষক বিদ্রোহ: দাবি পূরণ না হলে রেলপথেও বিক্ষোভ

কৃষক বিদ্রোহ নিয়ে ট্রুডোর মন্তব্য, ভারত তলব করল কানাডার রাষ্ট্রদূতকে

কৃষক বিদ্রোহ: পাঞ্জাব-হরিয়ানার ক্রীড়াবিদদের ‘সমর্থন’ ও কৃষিবিজ্ঞানীর পুরস্কার প্রত্যাখ্যান

কৃষক বিদ্রোহ: দাবি না মানলে অনশনে যাবেন আন্না হাজারে

কৃষক বিদ্রোহ: ‘এমএসপির লিখিত আশ্বাস দিতে প্রস্তুত কেন্দ্র’

ভারতে কৃষক বিদ্রোহ: ‘আমরা খাবার এনেছি’ সরকারি খাবার ফিরিয়ে দিলেন

কৃষক বিদ্রোহ: দিল্লি বিধানসভায় বিতর্কিত ৩ কৃষি আইন প্রত্যাখ্যান

Comments

The Daily Star  | English
Bangladesh Public Administration Ministry's Logo

2 deputy commissioners among 3 transferred ahead of polls

The Ministry of Public Administration today announced transfers of at least three government officials, including two deputy commissioners, ahead of the upcoming national parliamentary election

3h ago