মুন্সিগঞ্জে মাটিচাপা পড়ে ২ শ্রমিক নিহত, গুরুতর আহত ১
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় নির্মাণাধীন বাড়ির পাইলিংয়ের গর্ত খুঁড়তে গিয়ে মাটি চাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত আরেক শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে উপজেলার দক্ষিণ হাসাড়া কালিখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হেদায়েতুল ইসলাম ভূঁইয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এক ইতালি প্রবাসীর নির্মাণাধীন বাড়িতে পাইলিংয়ের জন্য মাটি খুঁড়ে গর্ত করছিল ওই শ্রমিকরা। এসময় ওপর থেকে মাটির স্তূপ গর্তের ভিতর পড়লে সেখানে তিন শ্রমিক মাটি চাপা পড়েন। তাদের দুজনকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় অপর শ্রমিককে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ওই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহতরা হলেন- শ্রীনগরের হাসাড়া এলাকার মৃত রেজাউল করিমের ছেলে রুবেল (৪৫) ও বিরতারা ইউনিয়নের সাতগাঁও এলাকার সচিন (৩২)।
Comments