কুয়েতে এমপি পাপুলের ৪ বছরের কারাদণ্ড

কুয়েতে বাংলাদেশের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলকে অবৈধ আর্থিক লেনদেনের দায়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।
শহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

কুয়েতে বাংলাদেশের সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুলকে অবৈধ আর্থিক লেনদেনের দায়ে চার বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, তারা জানতে পেরেছেন পাপুলের বিরুদ্ধে কুয়েতের আদালতের চলমান তিনটি মামলার একটিতে এ শাস্তি দেওয়া হয়েছে। এর মধ্যে, কুয়েতে বাংলাদেশি কর্মী নিয়োগ ও তার প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে কুয়েতি কর্মকর্তাদের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেনের মামলায় তার কারাদণ্ড ও জরিমানা হয়েছে।

মানবপাচার ও অর্থ পাচারের অপর দুটি মামলার শুনানি এখনও চলমান বলে জানান তিনি।

বৃহস্পতিবার কুয়েতের কয়েকটি গণমাধ্যমে এ খবর প্রকাশ পায়।

দৈনিক আল কাবাস জানায়, কুয়েতের ফৌজদারি আদালতের বিচারক আব্দুল্লাহ আল ওসমান রায়ে পাপুলকে ১৯ লাখ কুয়েতি দিনার জরিমানাও করেছেন।

এ ছাড়া, একই মামলায় কুয়েতের মেজর জেনারেল মাজেন আল-জারাহ ও আরেক এজেন্ট নাওয়াফ আল-মুতাইরিকেও চার বছর করে কারাদণ্ড দেন আদালত। 

গত বছর ৭ জুন মানবপাচার ও অর্থ পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহিদ ইসলামকে কুয়েতে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

গত বছর ফেব্রুয়ারিতে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সে দেশের স্থানীয় একাধিক পত্রিকায় বাংলাদেশি এমপির মানব পাচারে যুক্ত থাকার খবর বেরিয়েছিল।

আরও পড়ুন-

মানব পাচারের অভিযোগে লক্ষ্মীপুর-২ আসনের এমপি কুয়েতে গ্রেপ্তার

আমি নিষ্পাপ… কিন্তু কুয়েতের কর্মকর্তারা নন: এমপি পাপুল

এমপি শহিদকে কারাগারে পাঠানোর সিদ্ধান্ত কুয়েতের আদালতের

এমপি শহিদের বিরুদ্ধে কুয়েতে মামলা: অভিযুক্ত নারীর জামিন

এমপি শহিদের জালিয়াতির জবানবন্দি দিয়ে নিঃস্ব হয়ে দেশে ফিরলেন ১১ শ্রমিক

Comments

The Daily Star  | English
BNP call's hartal

BNP calls 48-hr blockade from Wednesday

BNP today announced a fresh 48-hour countrywide blockade from Wednesday morning

Now