চসিক নির্বাচন

ইভিএম ভাঙচুরের মামলায় কাউন্সিলর প্রার্থী বালি ১ দিনের রিমান্ডে

ভেঙে ফেলা ইভিএম। ২৭ জানুয়ারি ২০২১। ছবি: স্টার

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে কেন্দ্রে ঢুকে ইভিএম ভাঙচুর ঘটনার মামলায় বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালিকে একদিনের রিমান্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত।

আজ বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মহিউদ্দিন মুরাদের আদালত এ আদেশ দেন।

এর আগে, গতকাল নির্বাচন চলাকালীন নগরীর কোতয়ালী থানাধীন চসিকের ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কেন্দ্রে ইভিএম মেশিন ভাঙচুরের অভিযোগে কাউন্সিলর প্রার্থী বালিকে আটক করেছিল পুলিশ। ইসমাইল বালি পাথারঘাটার সাবেক ওয়ার্ড কাউন্সিলর।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (প্রসেকিউশন) শাহাবুদ্দিন আহমেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘কোতয়ালী থানা পুলিশ দশ দিনের রিমান্ড চেয়ে বালিকে আদালতে হাজির করলে শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।’

গতকাল দুপুরে নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে পাথরঘাটা সিটি করপোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর সমর্থকদের সঙ্গে বালির সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় কেন্দ্রের দুটি ইভিএম মেশিন ভাঙচুর করা হলে সেই ঘটনায় পুলিশ বালিকে আটক করে। পরে রাতে কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার মো. শাহজাহান বাদী হয়ে বালিসহ ২৪ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪০ থেকে ৫০ জনের বিরুদ্ধে মামলা করে। পরে ওই মামলায় বালিকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন:

Comments

The Daily Star  | English

India, Pakistan agree ceasefire

Announces Trump after rivals launch multiple attacks on key military installations; Islamabad, New Delhi confirm truce 

44m ago