লালমনিরহাটে ভারত থেকে অবৈধভাবে আনা ২১টি গরু জব্দ
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভারত থেকে অবৈধভাবে আনা ২১টি গরু জব্দ করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গতকাল উপজেলার দৈখাওয়া সীমান্ত এলাকা দিয়ে দুই দফায় গরুগুলো অবৈধভাবে বাংলাদেশে আনা হয়। রাত ১১টার দিকে উপজেলার কারবালা এলাকার বাসিন্দারা ভারত থেকে অবৈধভাবে আনা ১৪টি গরু আটক করে থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো জব্দ করে। এর আগে বিকেলে মেডিকেল মোড় এলাকা থেকে ভারত থেকে অবৈধভাবে আনা সাতটি গরু জব্দ করে পুলিশ। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।’
Comments