বনশ্রীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
রাজধানীর রামপুরা বনশ্রীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাকিব (২৪) নামে এক শ্রমিক মারা গেছেন। আজ শনিবার সকাল ৯টার দিকে বনশ্রীর সি ব্লকে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান। তিনি জানান, গুরুতর আহত অবস্থায় রাকিবকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রাকিব নওগাঁ জেলার সাপাহার উপজেলার মৃত সোলাইমান হোসেনের ছেলে। বর্তমানে রাজধানীর বনশ্রীর নির্মাণাধীন ওই ভবনটিতেই থাকতেন।
মৃত রাকিবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী মো. শরিফ জানান, রাকিব দেড় মাস ধরে বনশ্রীর সি ব্লকের নির্মাণাধীন ওই ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন। সকালে ১৪তলা ভবনের ১৩তলায় মোটর দিয়ে দেয়ালে পানি দিচ্ছিলেন তিনি। সে সময় সেখান থেকে নিচে পড়ে যান। পরে দেখতে পেয়ে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান আরও জানান, রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।
Comments