কেন্দ্রে অবৈধ প্রবেশ, যুবলীগ নেতার ৬ মাসের কারাদণ্ড
ঝিনাইদহের হরিণাকুন্ডু পৌরসভা নির্বাচনে চটকাবাড়িয়া ভোট কেন্দ্রে অবৈধভাবে প্রবেশ ও প্রভাব বিস্তারের অভিযোগে যুবলীগ নেতা রাজু আহমেদকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রাজু আহমেদ ঝিনাইদহ জেলা যুগলীগের যুগ্ম আহ্বায়ক বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সভাপতি আশফাক মাহমুদ জন।
আজ শনিবার দুপুরে ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুর জামানের ভ্রাম্যমাণ আদালত এই আদেশ দেন।
ঝিনাইদহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসাদুর জামান জানান, ছয় মাসের কারাদণ্ড ছাড়াও তাকে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এদিকে হরিণাকুন্ডুতে জাল ভোট দেওয়ার সময় পুলিশ দুজনকে আটক করেছে বলে জানিয়েছেন ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার।
তিনি জানান, পরে মুচলেকা দিয়ে ওই দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Comments