কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘রাতে তিন কিশোরী এক লোককে মারধর করছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশ কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা যায়। সেখানে এক কিশোরীকে বিবস্ত্র ও অচেতন অবস্থায় পাওয়া যায়। তিন কিশোরীর দাবি, লোকটি তাদের বান্ধবীকে হত্যা করেছেন। অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন।’
মামুন অর রশীদ আরও বলেন, ‘তারা সবাই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় বসবাস করেন। ভবঘুরে লোকটিকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পরে মৃত্যুর কারণে সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’
Comments