শেরপুরে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত
শেরপুরের সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার বাজিতখিলা মির্জাপুর এলাকার শেরপুর-ঝিনাইগাতি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। এরা হলেন— সেলিম মিয়া (২৫), রোকসানা বেগম (৩০) ও জুবেদ আলী (২৫)। তাদের বাড়ি শেরপুরের নলিতাবাড়ী উপজেলায়। নিহত অন্য জনের পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সকালে শেরপুরগামী সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার তিন যাত্রী নিহত হন। আহত হন আরও দুই জন। তাদের উদ্ধার করে শেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়।’
তিনি আরও বলেন, ‘আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী (হেলপার) পালিয়ে গেছেন।’
Comments