বেনাপোল বন্দর দিয়ে বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি

আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হয়রানি বন্ধে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেনাপোল বন্দর দিয়ে আজ রোববার সকাল থেকে দুদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
ফাইল ফটো

আমদানি-রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হয়রানি বন্ধে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বেনাপোল বন্দর দিয়ে আজ রোববার সকাল থেকে দুদেশের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দর জীবন-জীবিকা বাঁচাও কমিটি নামে একটি সংগঠন এই ধর্মঘটের ডাক দেয়। আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক রয়েছে।

সংগঠনটির ডাকা ধর্মঘটে সব ধরনের পণ্য আমদানি, রপ্তানি বন্ধ রয়েছে। তবে বেনাপোল বন্দরে মালামাল ওঠানামাসহ পণ্য সরবরাহ চালু রয়েছে।

আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকায় দুদেশের বন্দরে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েছে শত শত পণ্য বোঝাই ট্রাক। ফলে ব্যবসায়ীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। আটকে পরা পণ্যের মধ্যে রয়েছে রপ্তানিমুখী পাট ও পাটজাত দ্রব্য, মাছ, শিল্প কলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, মেশিনারিসহ বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য।

বেনাপোল বন্দর দিয়ে প্রতিদিন ভারতের সঙ্গে প্রায় পাঁচ শতাধিক ট্রাক বিভিন্ন ধরনের পণ্য আমদানি ও ২৫০ ট্রাক পণ্য রপ্তানি হয়।

ভারতীয় পেট্রাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্থিক চন্দ্র দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমদানি-বাণিজ্যিক কার্যক্রম সম্পাদনে ভারতীয় সিঅ্যান্ডএফ স্টাফ সদস্যরা বেনাপোল বন্দরে আসা-যাওয়া করছেন দীর্ঘদিন ধরে। কিন্তু বিএসএফ সম্প্রতি নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাদের যাতায়াত বন্ধ করে দেয়।

তাছাড়া বিএসএফের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া ট্রাক তল্লাশিতে দীর্ঘ সময় নষ্ট হচ্ছে। এসব সমস্যা সমাধানে আন্তরিক হতে বিএসএফকে বারবার জানানো স্বত্বেও সমাধান না হওয়ায় বাধ্য হয়ে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছে বন্দর জীবন-জীবিকা বাঁচাও।’

Comments

The Daily Star  | English

9 die of dengue

Highest single-day deaths this year

28m ago