রাঙ্গামাটি পৌঁছেছে ১২ হাজার ডোজ ভ্যাকসিন

দেশের পার্বত্য জেলা রাঙ্গামাটিতে পৌঁছেছে করোনা ভ্যাকসিনের প্রথম চালান।
আজ রোববার দুপুর ১টার দিকে রাঙ্গামাটি জেলা ইপিআই সেন্টারে পৌঁছেছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. বিপাশ খীসা।
তিনি জানান, এসব ভ্যাকসিন ফ্রিজার ভ্যানে করে সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছানোর পরপরই ইপিআর স্টোরে রাখা হয়েছে। প্রথম চালানে রাঙ্গামাটিতে ১২ হাজার ডোজ ভ্যাকসিন দেওয়া হয়েছে। সেখান থেকে চাহিদা অনুযায়ী জেলার ১০টি উপজেলায় সরবরাহ করা হবে।
সিভিল সার্জন আরও জানান, রাঙ্গামাটিতে এ পর্যন্ত প্রায় ১৯ হাজার মানুষের তালিকা সম্পন্ন হয়েছে। জেলার দশটি উপজেলার মানুষদের নিয়ে এ তালিকা করা হয়েছে। প্রথমে অগ্রাধিকারভিত্তিতে তালিকাভুক্তরা ভ্যাকসিন পাবেন। পর্যায়ক্রমে জেলার সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে।
Comments