১৩ মার্চ সীমিত পরিসরে খুলছে ঢাবির হল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল আগামী ১৩ মার্চ সীমিত পরিসরে খোলা হবে। শুরুতে শুধু পরীক্ষা দেওয়ার জন্য স্নাতক শেষ বর্ষ এবং স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন। আজ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সিনেট ও একাডেমিক কাউন্সিলের সদস্য এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আবুল মনসুর আহমেদ দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন৷
তিনি জানান, অনার্স শেষ বর্ষ ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য ১৩ মার্চ হল খোলা হবে। মূলত তাদের পরীক্ষা শেষ করাই মূল উদ্দেশ্য। পরে অন্যান্য ব্যাচের শিক্ষার্থীদের বিষয়ে ক্রমান্বয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খোলার প্রস্তাব উঠলেও কাউন্সিল তা নাকচ করে দেয়। সিদ্ধান্ত অনুযায়ী শুধু শেষ বর্ষ ও মাস্টার্সের আবাসিক শিক্ষার্থীরাই হলে উঠতে পারবেন।
পরীক্ষার ব্যাপারে তিনি বলেন, ৭ ফেব্রুয়ারির মধ্যে ডিনরা তাদের অধীনস্থ ডিপার্টমেন্টের চেয়ারপার্সনদের সঙ্গে আলোচনা করে কোন কোন বিভাগের পরীক্ষা আগে হবে তার তালিকা করবে। সেই সঙ্গে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে পূর্ণ দিবস অফিস করতে হবে। তবে যেসব বিভাগ ইতিমধ্যে পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তাদের পরীক্ষা নিতে কোনো বাধা নেই।
গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির নিয়মিত সভায় স্বাস্থ্যবিধি মেনে মার্চের শুরুতে সীমিত পরিসরে আবাসিক হল খোলার সুপারিশ এসেছিল।
উল্লেখ্য, বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর গত বছরের ১৯ মার্চ থেকে ঢাবির নিয়মিত পাঠদান কার্যক্রম বন্ধ আছে।
Comments