কক্সবাজারে পৌঁছেছে ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন
কক্সবাজার জেলায় প্রথম দফায় ৮৪ হাজার ডোজ করোনার ভ্যাকসিন পৌঁছেছে। আজ রোববার সকাল সাড়ে ৯ টার দিকে কক্সবাজার সিভিল সার্জনের নিয়ন্ত্রণাধীন ইপিআই স্টোরে এই ভ্যাকসিন পৌঁছায়।
কক্সবাজার জেলা সিভিল সার্জন ডা. মো. মাহবুবুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন।
সিভিল সার্জন বলেন, কক্সবাজারে আসা ভ্যাকসিনগুলো ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড আ্যাষ্ট্রাজেনেকার ‘কোভি শিল্ড’ ভ্যাকসিন। কক্সবাজার জেলা ইপিআই স্টোরে ২০ লাখ ভ্যাকসিন রাখার মতো ব্যবস্থা আছে।
তিনি জানান, ৮৪ হাজার ডোজ করোনা ভ্যাকসিনের চালানে আট হাজার চারশ ভায়াল আছে। প্রতিটি কার্টুনে এক হাজার দুইশ ভায়াল আছে। প্রতিটি ভায়ালে ভ্যাকসিন আছে ১০ ডোজ। সে হিসেবে কক্সবাজার জেলার ৪২ হাজার মানুষকে করোনার ভ্যাকসিন দেওয়া যাবে।
সিভিল সার্জন আরও জানান, আজ রোববার ও কাল সোমবার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ প্রতি উপজেলা থেকে পাঁচ জনকে মানবদেহে ভ্যাকসিন প্রয়োগের প্রশিক্ষণ দেওয়া হবে। তারা আগামী ২ ফেব্রুয়ারি ও ৩ ফেব্রুয়ারি দুই দফায় জেলার টেকনেশিয়ান, নার্স, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা ভিজিটরসহ সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেবেন। এরপর জেলা স্বাস্থ্য বিষয়ক কমিটি সভা করে তাতে সিদ্ধান্ত নিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি জেলায় ভ্যাকসিন কার্যক্রম শুরু হতে পারে।
Comments