ধীর গতির ইন্টারনেট, মিয়ানমারে ব্যাংকিং কার্যক্রম বন্ধ
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর সেখানকার ব্যাংকগুলোর বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
মিয়ানমার ব্যাংকারস অ্যাসোসিয়েশনের বরাত দিয়ে আজ সোমবার সংবাদমাধ্যম নিক্কেই এশিয়া জানিয়েছে, ধীর গতির ইন্টারনেটের কারণে ব্যাংকগুলো সব আর্থিক কার্যক্রম সাময়িকবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
সংস্থাটি এক বার্তায় গণমাধ্যমকে জানিয়েছে, সাময়িকবে ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে তারা কেন্দ্রীয় ব্যাংকের অনুমতি প্রত্যাশা করছে।
আজ সকালে সেনা অভ্যুত্থান ও নোবেল বিজয়ী অং সান সু চিসহ ক্ষমতাসীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির (এনএলডি) জ্যেষ্ঠ নেতাদের আটক করার পর মিয়ানমারে ইন্টারনেট সংযোগ ধীর গতির হয়ে গেছে বলে রয়টার্সের সংবাদে বলা হয়েছে।
আরও পড়ুন:
মিয়ানমারে সেনা অভ্যুত্থান, সু চি আটক
‘নির্বাচনে কারচুপি’র অজুহাতে মিয়ানমার সেনাবাহিনীর অভ্যুত্থান
Comments