মিয়ানমারে অভ্যুত্থান: চীন-ভারতের প্রতিক্রিয়া
অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারকে অপসারণ করে সেনাবাহিনী ক্ষমতা দখল করায় গভীর উদ্বেগ জানিয়েছে ভারত। অন্যদিকে মিয়ানমারের আরেক প্রতিবেশী দেশ চীন আহ্বান জানিয়েছে সব মতভেদ দূর করার।
সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, মিয়ানমারে কী ঘটছে সে সম্পর্কে বেইজিং অবগত আছে এবং আরও জানার প্রক্রিয়া চলছে।
চীন সব পক্ষকে ‘পার্থক্য নিরসনে’ আহ্বান জানায়, বিশ্লেষকরা বলছেন যে এর বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পগুলির জন্য রাজনৈতিক স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ
চীনা মুখপাত্র আরও বলেন, ‘চীন ও মিয়ানমার ভাল প্রতিবেশী। আমরা আশা করি সংবিধান ও আইনের মধ্যে থেকে সব পক্ষই তাদের মতভেদ দূর করতে পারবে এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা রক্ষা করতে পারবে।’
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে সেনা অভ্যুত্থান এবং অং সান সু চিকে আটকের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত।
মিয়ানমারের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারে গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াতে ভারত সবসময় সমর্থন দিযে এসেছে। আমরা বিশ্বাস করি, আইনের শাসন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অবশ্যই অব্যাহত থাকবে। আমরা নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
Comments