পিএসজিতে থাকবেন নেইমার, চান এমবাপেও থাকুক
গত কয়েক বছর ধরে নেইমারের বার্সেলোনায় ফেরার গুঞ্জনে সরগরম ছিল দলবদলের প্রতিটি মৌসুম। তবে ভবিষ্যৎ পরিকল্পনায় বদল এনেছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। পিএসজিতে থেকে যেতে চাওয়ার কথা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তার চাওয়া, ফ্রান্সের ক্লাবটিতে থেকে যাবেন কিলিয়ান এমবাপেও।
ফরাসি টিভি চ্যানেল টিএফওয়ানকে সম্প্রতি দেওয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘বর্তমানে আমি খুব খুশি। সবকিছু অনেক বদলে গেছে। এসবের কারণ নির্দিষ্ট করে বলতে পারব না। আমার মধ্যে কিংবা অন্য কিছুতে হয়তো বদল এসেছে।’
২০১৭ সালে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে পিএসজিতে নাম লেখানো তারকা আরও জানান, ‘আমি মানিয়ে নিয়েছি। আমি এখন অনেক নির্ভার এবং এখানে খুব সুখে আছি। আমি পিএসজিতে থাকতে চাই এবং আশা করি, কিলিয়ানও থেকে যাবে। অবশ্যই, পিএসজি সমর্থকদেরও চাওয়া এটাই। কিলিয়ানের সঙ্গে... আমাদের সম্পর্কটা ভাইয়ের মতো… আমরা একসঙ্গে খেলতে সত্যিই ভালোবাসি।’
২৮ বছর বয়সী সেলেসাও ফরোয়ার্ড যোগ করেন, ‘আমরা চাই পিএসজি দুর্দান্ত একটি দলে পরিণত হোক এবং আমি যেটা প্যারিসে প্রতিদিনই করছি, সেটা চালিয়ে যেতে চাই- ফুটবল খেলা এবং সুখী থাকা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’
লিগ ওয়ানের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি রয়েছে ২০২২ সালের জুন পর্যন্ত। তার মতো এমবাপের চুক্তির মেয়াদও একই সময় পর্যন্ত। কিছুদিন আগে বিশ্বকাপজয়ী এই তরুণ স্ট্রাইকার বলেছিলেন, বর্তমান ক্লাবে থাকা-না থাকা নিয়ে ভাবছেন তিনি।
ফরাসি টেলিভিশন চ্যানেল টেলিফুটের কাছে তিনি জানিয়েছিলেন, ‘পিএসজিতে খুব ভালো আছি। সবসময়ই ভালো ছিলাম। সমর্থকরা ও ক্লাব সবসময় আমাকে সাহায্য করেছে। এই কারণে আমি ক্লাবটির প্রতি কৃতজ্ঞ। কিন্তু সামনের বছরগুলোতে কী করব, কোথায় থাকব- সেটা নিয়ে আমি ভাবতে চাই।’
Comments