রক্তধারা’৭১ প্রতিনিধি দলের সঙ্গে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মতবিনিময়

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ফাইল ফটো

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন শহীদদের সন্তান ও পরবর্তী প্রজন্ম নিয়ে গঠিত সংগঠন রক্তধারা’ ৭১ এর  একটি প্রতিনিধি দল।

আজ সোমবার মন্ত্রীর সঙ্গে দেখা করে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন তারা এবং সংগঠনের পক্ষ থেকে একটি স্মারক লিপি দেন।  

এসময় বর্তমান সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন কর্মসূচি তুলে ধরার পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা ও শহীদ, বুদ্ধিজীবীসহ শহীদদের তালিকা প্রণয়নের জন্য মন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়।

মন্ত্রী আগামীতে মুক্তিযুদ্ধ বিষয়ক সব সাংগঠনিক কর্মকাণ্ডকে সহযোগিতার আশ্বাস দেন। সেইসঙ্গে সংগঠনকে গতিশীল ও সামনের দিকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে সাংগঠনিক কার্যকলাপের ওপর গুরুত্বরোপ করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন রক্তধারা’৭১ এর উপদেষ্টা আরমা দত্ত, সংগঠনের সভাপতি  নাদীম  কাদির,  সহসভাপতি  ফাহমিদা  খানম,  সাধারণ সম্পাদক  মিজানুর  রহমান তালুকদার, রফিকুল আলম মুকুল ও সাজ্জাদ হোসেন নিশি প্রমূখ।

Comments

The Daily Star  | English

Israel says Iran violates ceasefire, orders new strikes

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago