‘খোলা জায়গায় বন্দি শিবিরে’ মিয়ানমারের আইনপ্রণেতারা

মিয়ানমারের পার্লামেন্টের শত শত আইনপ্রণেতাকে দেশটির রাজধানী নেপিডোতে ‘খোলা জায়গায় বন্দি শিবিরে’ রেখেছে সেনা শাসকরা।
Myanmar coup
ছবি: রয়টার্স

মিয়ানমারের পার্লামেন্টের শত শত আইনপ্রণেতাকে দেশটির রাজধানী নেপিডোতে ‘খোলা জায়গায় বন্দি শিবিরে’ রেখেছে সেনা শাসকরা।

আজ মঙ্গলবার সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বার্তা সংস্থা এপি’কে নাম প্রকাশ না করার শর্তে এক আইনপ্রণেতা বলেছেন, তাদেরকে যেখানে রাখা হয়েছে সেই কম্পাউন্ডটি ‘খোলা জায়গায় বন্দি শিবির’।

তিনি আরও বলেছেন, ‘আমি খুবই উদ্বিগ্ন। আমাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না।’

অপর এক আইনপ্রণেতাও নাম প্রকাশ না করে বার্তা সংস্থাটিকে জানিয়েছেন, পার্লামেন্টের প্রায় ৪০০ সদস্যের সঙ্গে তিনি নেপিডোতে একটি সরকারি হাউজিং কমপ্লেক্সে রয়েছেন। সেখানে তারা একে অপরের সঙ্গে কথা বলেছেন।

তারা টেলিফোনে নিজেদের এলাকায় কথা বলেছেন উল্লেখ করে তিনি আরও জানিয়েছেন, তবে কাউকে কম্পাউন্ডের বাইরে যেতে দেওয়া হচ্ছে না।

তিনি বলেছেন, কমপ্লেক্সের ভেতরে পুলিশ ও বাইরে সেনা সদস্যরা টহল দিচ্ছেন।

অং সান সু চি’র ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ও অন্যান্য ছোট ছোট দলের নেতারা তাদের ভবিষ্যত নিয়ে গত রাতটি নির্ঘুম কাটিয়েছেন বলেও মন্তব্য করেছেন তিনি।

বলেছেন, ‘আমাদের সজাগ ও সতর্কাবস্থায় থাকতে হয়েছিল।’

গতকাল মিয়ানমানে সেনা অভ্যুত্থানের পর এনএলডি নেতা অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্ট কোথায় রয়েছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা না গেলেও এনএলডি’র এক আইনপ্রণেতা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপি’কে বলেছেন, ‘শুনেছি, তাদেরকে (সু চি ও মিন্ট) নেপিডোতে গৃহবন্দি করে রাখা হয়েছে।

তিনি আরও বলেছেন, ‘তাদেরকে নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে আমাদের জানানো হয়েছে। তারপরও আমরা তাদের নিয়ে উদ্বিগ্ন। তারা বাসায় রয়েছেন এর ছবি যদি দেখানো হতো তাহলে আমরা অনেকটা নিশ্চিত হতে পারতাম।’

আরও পড়ুন:

রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ, আজ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক

যুক্তরাষ্ট্রের অবরোধ ঝুঁকিতে মিয়ানমার

‘সু চি সরকারের বেশিরভাগ ক্ষমতা সামরিক বাহিনীর হাতেই ছিল’

রোহিঙ্গা প্রতিক্রিয়া: সু চি-সেনাবাহিনী একই

অভ্যুত্থান মেনে না নেওয়ার আহ্বান সু চির

যে কারণে সু চিকে সরিয়ে ক্ষমতা নিলো সেনাবাহিনী

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দায় বিশ্ব সম্প্রদায়

‘নির্বাচনে কারচুপি’র অজুহাতে মিয়ানমার সেনাবাহিনীর অভ্যুত্থান

মিয়ানমারে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্র চায় বাংলাদেশ

ফেসবুকে ঘোষণা দিয়ে মিয়ানমারের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ

ধীর গতির ইন্টারনেট, মিয়ানমারে ব্যাংকিং কার্যক্রম বন্ধ

মিয়ানমারে সেনা অভ্যুত্থান, সু চি আটক

Comments

The Daily Star  | English

Over 5,500 held in one week

At least 738 more people were arrested in the capital and several other districts in 36 hours till 6:00pm yesterday in connection with the recent violence across the country.

14h ago