মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি সর্বনিম্ন ২ হাজার টাকা

১০০ সিসি বা তার নিচের ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে ২ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার।
ছবি সৌজন্য: রানার

১০০ সিসি বা তার নিচের ইঞ্জিন ক্ষমতার মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে ২ হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। আজ মঙ্গলবার বাংলাদেশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।

১০০ সিসি বা এর কম ক্ষমতার ইঞ্জিনের মোটরসাইকেলের আগে রেজিস্ট্রেশন ফি ছিল ৪ হাজার ২০০ টাকা।

১০০ সিসির বেশি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি ৩ হাজার টাকা করা হয়েছে। এই ফি আগে ছিল ৫ হাজার ৬০০ টাকা।

নতুন করে নির্ধারিত এই ফি শিগগির কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

Comments

The Daily Star  | English
Road crash deaths during Eid rush 21.1% lower than last year

475 killed in road accidents in November: Jatri Kalyan Samity

As many as 475 people died and 605 others were injured in 566 road accidents across the country in November this year, said a report of Bangladesh Jatri Kalyan Samity

20m ago