নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদস্য হতে আগ্রহের কথা জানালেন অর্থমন্ত্রী
ব্রিকস্ অর্থনৈতিক জোট প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের (এনডিবি) সদস্য হওয়ার ব্যাপারে বাংলাদেশের আগ্রহের কথা ব্যাংকটির প্রেসিডেন্ট মার্কোস প্রাদো ট্রয়জোকে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ দুপুরে দুজনের ভার্চুয়াল সভায় অর্থমন্ত্রী বাংলাদেশের আগ্রহের কথা জানান।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নামের আদ্যক্ষর নিয়ে গঠিত ব্রিক্স জোটের নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর ব্রাজিলের সাংহাইয়ে।
নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রধানের সঙ্গে ভার্চুয়াল বৈঠকের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অর্থমন্ত্রী এবং এনডিবির প্রেসিডেন্টের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়েছে। অর্থমন্ত্রী গত ১২ বছরে বাংলাদেশের অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, এনডিবির সদস্য হওয়ার জন্য সব শর্ত পূরণ করে বাংলাদেশ। তাই আশা করছি অচিরেই বাংলাদেশ সদস্য পদ অর্জন করতে পারবে।
বৈঠকে বাংলাদেশ সরকারের অর্থ বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং এনডিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এনডিবির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৫ সালের ২১ জুলাই। ব্যাংকটির মোট মূলধন ১০ হাজার কোটি মার্কিন ডলার। আর প্রাথমিক মূলধন ৫ হাজার কোটি ডলার। ২০১৬ সাল হতে এনডিবি অবকাঠামো এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে ব্রিকস্ভুক্ত দেশে ১.৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করেছে। তাছাড়া, ব্যাংকটি অবকাঠামো, সেচ, পানি সম্পদ ব্যবস্থাপনা, পয়:নিষ্কাশন, সবুজ জ্বালানী এবং নগর উন্নয়ন খাত সংশ্লিষ্ট প্রকল্প বাস্তবায়নে ঋণ প্রদান করে থাকে।
Comments