আমাদের ভ্যাকসিন করোনার সব মিউটেশনের বিরুদ্ধে কার্যকর: ইরান
ইরান উদ্ভাবিত ভ্যাকসিন করোনার সব ধরনের মিউটেশনের বিরুদ্ধে কার্যকর বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির কার্যালয়ের চেয়ারম্যান মোহাম্মদ মোখবার।
ইরানের ভ্যাকসিন ‘কোভিরান বারেকাত’ যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনাভাইরাসের বিরুদ্ধেও কার্যকর প্রমাণিত হওয়ার পর খোমেনির কার্যালয় থেকে এই ঘোষণা এলো।
ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সি আজ মঙ্গলবার এ খবর জানিয়েছে।
মোখবার বলেন, ‘যুক্তরাজ্যে করোনাভাইরাসের পরিবর্তিত রূপের বিরুদ্ধে ইরানের ভ্যাকসিন যথেষ্ট কার্যকারিতা দেখিয়েছে। আমরা আশা করছি টিকাটি ভবিষ্যতেও ভাইরাসটির রূপান্তর মোকাবিলা করতে সফল হবে।’
তিনি জানান, পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন উত্পাদন করতে অবকাঠামোগত এবং অন্যান্য প্রস্তুতি নেওয়া হয়েছে। বসন্তের মাঝামাঝি সময়ে ১২ থেকে ১৪ মিলিয়ন ডোজ ভ্যাকসিন উত্পাদন করতে পারবে ইরান।
বেশ কয়েকটি দেশ ইরানের ভ্যাকসিন কিনতে আগ্রহী উল্লেখ করে তিনি বলেন, দেশের নাগরিকরা টিকায় অগ্রাধিকার পাবে।
গত রোববার ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাইদ নামাকি বলেন, নিজস্ব ভ্যাকসিনের ট্রায়ালে সফল হওয়ায় আগামী বসন্তে ইরান ভ্যাকসিন উৎপাদনের কেন্দ্রে পরিণত হবে।
‘আমরা দেশীয় ভ্যাকসিনের ওপরই জোর দিচ্ছি। এ ছাড়া কোভ্যাক্স ও অন্যান্য নিরাপদ উত্স থেকেও ভ্যাকসিন আমদানি করছি,’ উল্লেখ করেন তিনি।
Comments